সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ও পৌর বিএনপি‘র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি।
বুধবার (২১ জুন) দুপুরে জেলা বিএনপি‘র দপ্তর সম্পাদক অ্যাড. আরিফ হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সে অনুযায়ী, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির ১০১ সদস্যের পুনর্বিন্যাসকৃত উপজেলা ও পৌর কমিটি অনুমোদন করেন।
সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবিদুর রহমান খান রোমান ও সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক পদে চারিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাজেদুল আলম স্বাধীনের নাম ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, পৌর বিএনপির সভাপতি হিসেবে- সাবেক মেয়র অ্যাড. খোরশেদ আলম ভুঁইয়া জয় ও সাধারণ সম্পাদক পদে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পর বিকেলে বিএনপি ও তার অঙ্গসংঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের গার্লসস্কুল রোডে আনন্দ মিছিল করেন। তবে সদ্য ঘোষিত সিংগাইর উপজেলা কমিটি নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত অনুসারিরা কমিটিতে না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শান্ত বলেন, এ কমিটি যারা করেছেন, সাংগঠনিকভাবে করেন নাই । এটা অন্যায়। পুনর্বিন্যাসের কথা বলছেন উনারা । পুনর্বিন্যাস করতে গেলে আপনি যাকে বাদ দিবেন তাকে সুকজ করতে হবে। আগে যে কমিটি ছিল সেটা গণতান্ত্রিক উপায়ে । এখন যেটা করলেন, ভোটের না এক্সিকিউটিভ অর্ডারে । এভাবে কমিটি করার ক্ষমতা তাদের নাই । এদের কোনো মোটিভ থাকতে পারে ।