প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এনার্জি সেক্টর শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়েছে

আপডেট: June 23, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দক্ষ নেতৃত্বে দেশের এনার্জি সেক্টর শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়েছে।

আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও প্রেটোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন বলেন, কমিশনের সক্রিয়তার কারনে বর্তমানে এনার্জি সেক্টরে লাইসেন্স প্রদান, বিরোধ নিষ্পত্তি, তহবিল গঠন এবং ট্যারিফ নির্ধারণ কাজ গতিশীল হয়েছে।

ক্রেতা স্বার্থ সংরক্ষণে আমরা সচেষ্ট আছি। এলপিজি’র যৌক্তিক মূল্য নির্ধারণ, বাজারের অনিয়মে তদন্ত কমিটি গঠনসহ দূর্ঘটনা নিরসনে আমরা ব্যবস্থা গ্রহন করছি।

সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বিদ্যুৎ সেক্টরের সিস্টেম লস এখন অনেক নি¤œমুখী। কার্যকর পদক্ষেপ গ্রহন করার ফলে বাজারে এলপিজি’র কোন সংকট নেই।

মোঃ নূরুল কবীর বলেন, এনার্জি সেক্টরে আমদানী নির্ভরতা কমাতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে সমুদ্রসহ দেশের বিভিন্ন ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

পরিত্যক্ত নাটোরের সিংড়া গ্যাসক্ষেত্রে প্রয়োজনে পুনরায় অনুসন্ধান কাজ শুরু করা হবে। আমরা বিকল্প জ্বালানীর পরিকল্পনাও করছি।

এক্ষেত্রে দেশের সর্বোচ্চ উষ্ণতম স্থান লালপুর হতে পারে সোলার এনার্জি উৎপাদন উৎস। আগামী বছর রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে সংযুক্ত হবে।

স্বাধীনতার চেতনায় শাণিত হয়ে এবং দেশপ্রেমে উজ্জীবিত থেকে মানুষের কল্যাণে কাজ করার জন্যে কমিশন চেয়ারম্যান আহ্বান জানান।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসনে সহকারী কমিশনার (আইসিটি) সঞ্জয় দাস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ এমদাদুল ইসলাম প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর