ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আগুনে প্রাণ গেল ৭ যাত্রীর

আপডেট: June 24, 2023 |
received 517982843787524
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন ধরে যায় এতে অন্তত ৭ যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুন) বেলা ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলবলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন, পরে আরো ২ জন মারা যায় এবং গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারব। তিনি আরও বলেন, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম নাহিদ নামে একজন জানান, ঘটনার সময় আমি ওই রাস্তায় বাইক নিয়ে আসতেছিলাম হটাত গাড়িটি রেলিং এ ধাক্কা খেলে শব্দ হয় এবং সাথে সাথেই আগুন ধরে যায় সম্পূর্ণ গাড়ি। আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছিলো গ্যাস সিলিন্ডারে আগুন ধরেছে তাই কেউ কাছে যেতে পারিনি, পুড়তে থাকার দৃশ্য আমরা দূর থেকে দাঁড়িয়ে নিরবে দেখছিলাম, আগুন ধরার অনেক্ষন পর ফায়ার সার্ভিস আসে ততোক্ষনে পুড়ে শেষ গাড়িতে থাকা যাত্রীরা।

Share Now

এই বিভাগের আরও খবর