বগুড়ায় ৫ মসলা ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: June 26, 2023 |
inbound7323326478648861934
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় রাজাবাজার ও ফতেহ আলী বাজারে ক্রায় ভাউচার অসংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ মসলা ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ জুন) বিকাল ৫ টার দিকে বগুড়া শহরের রাজাবার ও ফতেহ আলী বাজারে এক অভিযানে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এই অভিযানের সময় বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, রোববার বিকালে বগুড়া শহরের ফতেহ আলী ও রাজাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ক্রায় ভাউচার সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধের ৫ মসলা ব্যবসায়ীকে মোট ৯ (নয়) হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভেজাল মসসা বিক্রি থেকে বিরত ও ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য গ্রহণ না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর