অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ
আপডেট: June 27, 2023
|


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর ভদ্রা স্মৃতি অম্লান চত্বরে জীবনতরী সমাজকল্যান সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিতত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবনতরী সমাজকল্যান সংস্থার সভাপতি মোঃ মারুল হোসেন।
উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রজব আলী।
সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি সরিফুল ইসলাম সাগর। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।