ঢাকায় আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

আপডেট: June 28, 2023 |
inbound3305729400792592624
print news

আগামী ১ জুলাই ঢাকা আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ । আমিনা জে মোহাম্মেদ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী ঢাকা সফরকালে আমিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করবেন।

আমিনা জে মোহাম্মেদ বাগেরহাটের মোংলায় আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়াও জলবায়ু ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলবেন তিনি।

চীনের বেইজিং থেকে ঢাকা আসছেন তিনি। এর আগে ২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল তার। তখন করোনা পরিস্থিতির কারণে সে সফর স্থগিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর