নাটোরে আইজিপির অনুদান হস্তান্তর

আপডেট: July 2, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে ডাকাত দলের হাতে নিহত হন শহিদুল ইসলাম মিয়া।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম উক্ত ঘটনায় নিহত ভিকটিম শহিদুল ইসলাম মিয়া এর পরিবারকে ০১ (এক) লক্ষ টাকা এবং অন্যান্য ০৪ জন ভিকটিমক প্রত্যেককে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা করে অর্থ অনুদান করেছেন।

আইজিপির উক্ত অনুদানের অর্থ অদ্য ০২-০৭-২০২৩ খ্রিঃ নিহত ভিকটিমের পরিবার এবং অন্যান্য ভিকটিমের নিকট হস্তান্তর করেন মোঃ সাইফুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নাটোর ।

উল্লেখ্য,২৭-০৬-২০২৩ খ্রিঃ ঢাকা হতে গরু বিক্রি করে নিজ বাড়ি বগুড়াতে ফেরার পথে ছদ্মবেশ ধারণকারী ডাকাতদল শহিদুল ইসলাম মিয়া (৪৪), পিতা-মোঃ মজনু মিয়া, সাং-নিজ বলাইল, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে মারপিট করে ভিকটিমের বাম পাজরে, মুখে ও ঘাড়ে জখম করে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার হাত-পা বেঁধে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান ফিলিং স্টেশন এর পশ্চিমে ৮নং ব্রীজের নিকট পাকা রাস্তার উত্তরপার্শ্বের ঢালে ফেলে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় শহিদুল ও তার সাথে থাকা অন্যান্য ৪জন ভিকটিমের নিকট থাকা সর্বমোট নগদ ১৪,১২,৮০০/- (চৌদ্দ লক্ষ বার হাজার আটশত) টাকা ডাকাতদল ছিনিয়ে নিয়ে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর