মানুষ নৌকায় ভোট দেবে সরকারের উন্নয়ন দেখে, বক্তব্য শুনে নয়: এমপি দুদু

আপডেট: July 4, 2023 |
mp dudu
print news

এম.এ.জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি: মানুষ নৌকায় ভোট দিবে বর্তমান সরকারের উন্নয়ন দেখে বক্তব্য শুনে নয় বললেন এমপি দুদু।

তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু বলেছেন,গল্প আর বক্তব্য শুনে নয়,বর্তমান আ,লীগ সরকারের উন্নয়ন দেখে মানুষ এবার নৌকা মার্কায় ভোট দিবে।

জেলার পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকার সীমান্ত ঘেঁষা ইউপি বাগজানা ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার সকালে  আয়োজিত এক ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এ সরকারের সময় যে উন্নয়ন হয়েছে তা বিগত সময় গুলোতে কখনও হয়নি ।শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন সূচক বিশ্বে এখন রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।বিরোধী দলের ষড়যন্ত্রে কোন লাভ হবেনা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল,পাঁচবিবি পৌর আ,লীগ সভাপতি আব্দুল হক প্রমূখ।অনুষ্ঠানে বাগজানা ইউনিয়ন আ,লীগ সহ বিভিন্ন শ্রেণী পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর