বগুড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত

আপডেট: July 6, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার মাটিডালীতে ট্রাকের চাপায় আল ইমরান (৩৫) নামের এক মোটরসাইকেল চালন ঘটনাস্হলেই নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।

বৃহস্পতিবার (০৬ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক আল ইমরান হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের গড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

দুর্ঘটনায় আহত আরেক মোটরসাইকেল আরোহীর এখনো পরিচয় পাওয়া যায়নি।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন।

পরিবার ও স্হানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন,রাত সোয়া ৮ টার দিকে বগুড়া মমইন ইকোপার্ক থেকে ইমরান মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়া যাওয়ার পথে মাটিডালী বিমান মোড় বাজর এলাকার রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান।

ঠিক সেসময় পেছনে থাকা একটি মালবাহী ট্রাক তার ওপরে উঠে য়ায়। এতে করে ঘটনাস্থলেই ইমরান মারা যান এবং মোটরসাইকেল থাকা আরেক আরোহী আহত হন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে স্হানীয়রা হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন,ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ট্রাকের চালন ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হবে। এঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর