রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট: July 8, 2023 |
inbound9102704827579052832
print news

রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেক শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টায় মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবার নাম মজিবর। বর্তমানে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় থাকতেন বলে জানা গেছে।

তার সহকর্মী মনির হোসেন জানান, কামরাঙ্গীরচর লোহার ব্রিজের গোড়ায় “বিক্রমপুর প্লাস্টিক” নামে একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন তারা। ভোরে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে ভারি মেশিন নামাচ্ছিলেন। এসময় মেশিনটি ধরেছিলেন শাহীনসহ আরো এক শ্রমিক।

তখন পাশের বিদ্যুতের তারের সাথে ক্রেনের সংস্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা দুজন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে শাহীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে প্রাথমিক চিকিৎসা শেষে অপরজনকে বাসায় নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর