সিংড়াবাসী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উন্নততর চিকিৎসা সেবা নিতে পারছে : পলক

আপডেট: July 8, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্এমদ পলক এমপি বলেছেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল স্বাস্থ্য সেবা চালু হওযায় সিংড়াবাসী ঘরে বসে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উন্নততর চিকিৎসা সেবা নিতে পারছে।

এছাড়া করোনাকালীন সময়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেডিসিন ব্যবস্থা চালু করায় এর মাধ্যমে প্রায় ১৫ হাজার মানুষ চিকিৎসাসেবা নিয়েছে।”

প্রতিমন্ত্রী ৩২লাখ ২৯হাজার ৮৪৯ টাকা ব্যায়ে পুনঃ নির্মিত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় এসব কথঅ বলেন।

উপজেলা সহকারী কমিশনার ভ‚মি আল ইমরানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হকসহ সংশ্লিষ্টরা।

এর আগে মন্ত্রী ৩০ লাখ ৩৯ হাজার ৯৭১ টাকা ব্যায়ে উপজেলা পরিবার পরিকল্পনা স্টোর ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারিত দ্বি-তল ভবনের উদ্বোধন করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর