বগুড়ার শিবগঞ্জে পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

আপডেট: July 8, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের ৪ দিনপর পাটক্ষেত থেকে আব্দুল বাসেদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৮ জুলাই) ভোর ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রেমের একটি পাটক্ষেত থেক নিখোঁজ হওয়ার ৪ দিন পর আব্দুল বাসেদের মারদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল বাসেদ বগুড়ার শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ সাবরেজিস্টার কার্যালয়ের নকল নবিশ হিসাবে কর্মরত ছিলেন।

স্হানীয়রা জানান, শনিবার সকালে খানারপাড়া গ্রামের পাটক্ষেতে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা শামীম হোসেন জানান, গত মঙ্গলবার সকালে শিবগঞ্জ সাবরেজিস্টার অফিসে যান আব্দুল বাসেদ।দুপুরে বাসায় ফোন দিয়ে খাবার খেতে আসার কথা বলেন তিন।এরপর আর বাসায় ফেরেননি।

তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পাওয়ায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। এঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর