জয়পুরহাটে এতিমখানায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

আপডেট: July 8, 2023 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে চকবরকত সাইয়েদিনা মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) দ্বীনি মারকাজ এতিমখানায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

নিজ উদ্যোগ ও বাস্তবায়নে এতিমখানা ভবনে এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। এমন উদ্যোগ জেলাই এটি প্রথম বলে জানিয়েছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান হোসেন, চকবরকত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, চকবরতক সাইয়েদিনা মোহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃ) দ্বীনি মারকাজ এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম ও সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন জানান, এতিমখানা মাদ্রাসার ছাত্রদের জন্য নিজ উদ্যোগেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার পরিকল্পনা ছিল।

সেই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ায় অনেক খুশি। পড়াশোনার পাশাপাশি ছাত্ররা কারিগরি শিক্ষা গ্রহন করতে পারবে।

এখান থেকে কম্পিউটার, ইলেক্ট্রনিক, বিদেশি ভাষা বিভিন্ন বিষয়ে নিয়ে প্রশিক্ষণ নিয়ে এতিম ছাত্ররা কর্মসংস্থানের সৃষ্টি করবে।

Share Now

এই বিভাগের আরও খবর