মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ, আহত ১

আপডেট: July 11, 2023 |
inbound9033086006122831510
print news

রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস।

তিনি বলেন, মগবাজার দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আরও একটি ককটেল ছিল তবে সেটি বিস্ফোরিত হয়নি।

এ ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখনো তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ডিএমপির তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল জোনের সহকারী কমিশনার(এসি) এসএম আরিফ রায়হান বলেন, মগবাজার এলাকায় একটি বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে।

তবে এখন কী কারণে বিস্ফোরণ, কারা ঘটিয়েছে এ বিষয়ে জানা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর