দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

আপডেট: July 13, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অটো রাইচ মিলে প্লাাসস্টিকের বস্তা ব্যবহার ও অনুতিহীনভাবে চ্যানেল চালানো অপরাধে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস সিও অফিস বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ অনুমতিহীন চ্যানেল চালানো এবং অটো রাইচ মিলে প্লাসস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে এই জরিমানা করেন।

জানা গেছে,বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুন্জু ক্যাবলসে অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রযোজনীয় কাগজপত্র না দেখাতে পারায়, অবৈধভাবে অনুমোদনহীন ২টি চ্যানেল চালানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অপর দিকে একই দিনে সিও অফিস এলাকায় বসাক অটো রাইচ মিলে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে মিল মলিককে ৫ (পাঁচ) হাজার টাকা জরিমান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর