আচরণবিধি লঙ্ঘন: ভান্ডারিয়া পৌরসভার জেপির মেয়র প্রার্থীকে ইসির তলব

আপডেট: July 13, 2023 |
print news

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার জাতীয় পার্টি জেপির মনোনীত মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিমের বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

IMG 20230713 015642 750 x 430 pixel

আগামী ১৩ই জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ভান্ডারিয়া পৌরসভার বাই সাইকেল প্রতীকের প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা প্রদান করতে হবে (কপি সংযুক্ত) এবং আচরণ বিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ার পরও কেন তার প্রার্থীতা বাতিল করা হবে না, সে বিষয়েও নির্বাচন কমিশন সচিবালয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে বাই সাইকেল মার্কার পৌর মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে।

চিঠিতে উল্লেখ করা হয় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর যাচাই বাছাই করে রিটার্নিং অফিসার, পিরোজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর প্রতিবেদনে বাই সাইকেল মার্কার প্রার্থীর পক্ষে মোটর শোভাযাত্রা ও যান্ত্রিক যানবাহন নিয়ে শোডাউন করে স্পষ্ট নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া গেছে।

এ পরিপ্রেক্ষিতেই তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে তলব করা হয়েছে। এখানে উল্লেখ্য, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত মাহিবুল হোসেন মাহিম ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাই সাইকেল মার্কার মেয়র প্রার্থী।

তিনি জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও ভান্ডারিয়ার স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাতো ভাই।

মূলত গত ৮ জুলাই বিকালে আনোয়ার হোসেন মঞ্জু নিজ এলাকায় গেলে তখন সেখানে মাহিবুল হোসেন মাহিমসহ শতাধিক মোটর সাইকেল ও অর্ধশত মাইক্রোবাস নিয়ে বাই সাইকেলের পক্ষে এলাকায় বিশাল শোডাউন করে জাতীয় পার্টির (জেপি) নেতা কর্মীরা।

এর পরদিন একইভাবে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে জামাই ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনও বিশাল শোডাউন করে বাই সাইকেল মার্কার পক্ষে ভান্ডারিয়া পৌর শহরে প্রবেশ করেন যা নিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ব্যাপকভাবে সমালোচিত হয়। শশুর জামাইর নির্বাচন বিধি বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ আনেন ভান্ডারিয়া

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ফাইজুর রশিদ খসরু জমাদ্দার।

তার ঐদিনই পরিপ্রেক্ষিতে জেপির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণ বিধি ভঙ্গের কারণ ব্যাখ্যা করার জন্য নোটিশ দেয় পিরোজপুর জেলা নির্বাচন অফিস।

সেই জবাবে সন্তষ্ট না হওয়ায় তাকে ঢাকায় কৈফিয়ত তলব করলো নির্বাচন কমিশন।

Share Now

এই বিভাগের আরও খবর