বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিপনা করা হয়েছে বড়াইগ্রাম থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় অবস্থিত শিলা মিষ্টি বাড়ি (স্বত্বাধিকারীঃ মো: মোখলেছুর রহমান মুকুল) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ দই বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ১০,০০০/=, একই বাজার এলাকায় অবস্থিত উত্তরা কসমেটিকসকে (স্বত্বাধিকারী: মো: রুবেল) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪,৫০০/-, একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স এআর এন্টারপ্রাইজ (স্বত্বাধিকারী: মো: আনিছুর রহমান) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৫,০০০/-, এবং একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স মহিউদ্দিন ভেটেরিনারি এন্ড ফিড (স্বত্বাধিকারী: মো: শামসুদ্দিন) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৬,০০০/- টাতাসহ সর্বমোট ২৫,৫০০/= (পঁচিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
মরহেদি হাসান তানভীর জানান বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের ভুইয়া এবং উপজেলা নির্বাহী অফিসার আলহাজ্ব মোছাম্মদ মারিয়াম খাতুন , বড়াইগ্রাম এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৩ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।