হৃদয়ের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ


মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি: দলীয় ১৯.২, ১৯.৩ ও ১৯.০৪ ওভারে ১৫৩ রানে পর পর যখন মিরাজ ( ৮), তাকসিন (০)ও নাসুম (০) যখন আউট হন তখন বাংলাদেশের ২ বলে প্রয়োজন ছিলো ২ রানের।
তখন মাঠে নামেন শরীফুল। তখন ব্যাট হাতে ৪৭ রানে অপরাজিত ছিলেন হৃদয়। শরীফুল প্রথম বলেই ৪ মেরে জয় নিশ্চিত করে মাঠ ছাড়লো।
এর আগে ৬.৩ ওভারে দলীয় ৩৯ রানে যখন ৩য় ইউকেট লিটন দাস আউট হন তখন গ্যালারি ভর্তি ক্রীড়ামোদিরা মাথায় হাত দিয়ে সিটে বসে পড়েন।
হৃদয় মাঠে পা রাখতেই সকল হুল্লোড় দিয়ে নিজেদের জাগিয়ে তুলেন। হৃদয়ও কম যান না। শুরু করেন প্রতিভার ঝলক।
এরপর ১০.১ ওভারে দলীয় ৬৪ রানে চতুর্থ ইউকেট হিসেবে যখন সাকিব আল হাসান আউট হন এবার হতাশ হয়ে পড়েন দরশকরা।
কিন্তু শেষ পর্যন্ত হতাশ দরশকদের আবার জাগিয়ে তুলে জয়ের আশা দেখিয়েছেন হৃদয়-শামীম জুটি।
বাংলাদেশের পক্ষে রনি ৪ রানে, নাজমুল ১৪ রানে, লিটন দাস ১৮ রানে ও সাকিব ১৯ রানে আউট হন।
এর আগে আফগানিস্তান পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ ইউকেটে ১৫৪ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ রান করে মোহাম্মদ নাবি (৫৪)।
বল হাতে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রানে ২ ইউকেট নেন।