নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপডেট: July 15, 2023 |
inbound6207097612020660707
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে নলডাঙ্গায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রা হয়েছে।

ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় নলডাঙ্গা উপজেলার হাপানিয়া বাজার এলাকায় অবস্থিত কৃষ্ণা স্টোর (স্বত্বাধিকারীঃ দেবাশিষ রায়) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫,০০০/=, একই বাজার এলাকায় অবস্থিত বন্ধন স্টোর (স্বত্বাধিকারী: শিব শন্কর মানি) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫,০০০/=, টাকাসহ সর্বমোট ১০,০০০/= (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মেহেদি হাসান তানভীর জানান বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক মোঃ আবু নাছের ভূইয়া এবং উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোজিনা খাতুন, নলডাঙ্গা এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৫ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

নাটোর জেলার পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোঃ মেহেদি হাসান তানভীর।

Share Now

এই বিভাগের আরও খবর