বাড়াই পাড়া রোডের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করলেন মেয়র রেজাউল করিম চৌধুরী


মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অদ্য শনিবার (১৫ জুলাই) ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্ত বাড়াই পাড়া রোডের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য লায়ন আলহাজ্ব এম আশরাফুল আলম, উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সামশুল আলম, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কফিল উদ্দিন সহ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়র গণ, দলীয় নেতা কর্মী এবং অত্র এলাকার স্থানীয় জনসাধারণ। পরে মেয়র বাড়াই পাড়াস্ত হাজি রমজান আলী জামে মসজিদের পূণ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।