জয়পুরহাটে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

আপডেট: July 29, 2023 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা-ত্রীমহনীঘাট রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন এবং কয়তাহার উত্তরপাড়া রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

গতকাল বিকেলে এই দুটি রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন এবং উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু ।

আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমদই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানুর আলম সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, বিশিষ্ট্য ব্যবসায়ী ও মেসার্স জাহিদ ট্রেডার্স এর স্বত্বাধিকারী জাহিদ ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী সুকৃতি ঘোষ, সার্ভেয়ার আব্দুল্লাহ- আল-মামুন, কার্য-সহকারী মাসুদ রানা, স্বেচ্ছাসেবক লীগ জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, আমদই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাসেল বাবু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় কয়তাহার উত্তরপাড়া রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ছিলেন মেসার্স জাহিদ ট্রেডার্স।

পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায়
রাংতা-ত্রীমহনীঘাট রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এর ঠিকাদারি প্রতিষ্ঠান ছিলেন এম মিজান কনস্ট্রাকশন।

Share Now

এই বিভাগের আরও খবর