শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

আপডেট: August 5, 2023 |
inbound4575747225876242761
print news

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম ও ৪০ টাকার তিনটি স্মারক ডাকটিকেটের সমন্বয়ে একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যের একটি ডাটাকার্ড ও বিশেষ সীলমোহর অবমুক্ত করেন।

আজ শনিবার গণভবনে এ ডাকটিকিট ও খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার।

১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন শেখ কামাল।

দিনটি পালন উপলক্ষ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর