বড়াইগ্রামে ইপিজেড নারী কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট: August 5, 2023 |
inbound9106379801792192124
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ফারজানা আকতার প্রিয়া নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত দশটার দিকে উপজেলার মেরিগাছা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফারজানা আকতার প্রিয়া একই উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা এলাকার শহিদুল ইসলামের মেয়ে ও ঈশ্বরদী ইপিজেড এর শ্রমিক।

স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ হলো স্বামীর সাথে ফারজানা আকতার প্রিয়ার ছাড়াছাড়ি হয়েছে।

তবে কেনো বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, পাবনার ইশ্বরদীর ইপিজেড এর কাজ শেষে ফারজানা আকতার প্রিয়া প্রতিদিনের মত বাসযোগে নিজ বাড়ীতে যাওয়ার জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারে বাস থেকে নামে।

সেখান থেকে ব্যাটারি চালিত ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে মশিন্দা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ভ্যানের গতিরোধ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি পাট ক্ষেতের মধ্যে নিয়ে যায়।

সেখানে তারা ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরী করেন। পরে সিআইডি ও পিবিআইকে সংবাদ দেয় পুলিশ।

তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালক মনির হোসেনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর