গাজীপুরে বাস-সিএনজি’র সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট: August 7, 2023 |
inbound2500594020652315038
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাস-সিএনজি অটো রিকশার সংঘর্ষে রিফাত নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আরও চারজন আহত হয়েছে।

সোমবার (৭আগস্ট) সকাল ৭টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসহড়া এলাকার তেলিহাটি ভূমি অফিসের সামনে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চর আলি ভাটি পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহত রিফাত শ্রীপুরের রেজাউলে বাড়িতে ভাড়া থেকে নোমান টেক্সটাইল কারখানায় চাকরি করতো।

আহতরা হলেন- শ্রীপুর উপজেলার সোহাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ (২৩), ময়মনসিংহ জেলার পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে মো. সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮) ও আহত অপর একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, সোমবার (৭ আগস্ট) সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিক বাহী ঢাকামেট্টো-ব-১২-০৪০৫ নং বাসটি কারখানায় যাচ্ছিল।

এসময় বিপরীত দিক থেকে মাওনা অভিমুখী আসা সিএনজি চালিত অটোরিকশা (গাজীপুর-থ-১১-৪৭৮০) শ্রমিকবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রিফাত মারা যায়।

স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, আহতবস্থায় চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর