মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৯

আপডেট: August 8, 2023 |
inbound6918167259064377802
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৭ আগস্ট) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৫ হাজার ৫১৭ ইয়াবা, ২০৭ গ্রাম হেরোইন ও ৬৭ কেজি ৩৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর