বগুড়ার শিবগঞ্জে গৃহনির্মাণ কল্যাণ উপ-পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট: August 25, 2023 |
inbound6254661300529754825
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উৎসব উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গৃহনির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বাষিক নির্বাচন।

শুক্রবার ( ২৫ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ চলে।

নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত ফলাফলে জানা যায়, ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৬৪২ ভোট পেয়ে গরুরগাড়ী প্রতীকে আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অপর প্রার্থী ছাতা প্রতীকে আসাদ আলী পান ২৮৬ ভোট। সহ-সভাপতি পদে আম প্রতীকেে আমিরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) হন।

পাশলা প্রতীকে সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত),সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে(বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতীকে মুক্তার হোসেন ৫৪২ ভোট ও তালাচাবি প্রতীকে আব্দুল হাকিম ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

অপর প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে মাসুদুর রহমান রানা পায় ৩২৯ ণোট, সাংগঠনিক সম্পাদক পদে মোটর

(নির্বাচনে মোট ১০৮১ জন ভোটার ছিলেন। ২টি কক্ষে ৮টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর