টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা


মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: গতকাল শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বৃষ্টির টানা বর্ষণের ফলে চট্টগ্রাম নগরীতে আবারও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
অদ্য সোমবার (২৭ আগস্ট) ভোর হতে নগরীর কালুরঘাট শিল্প এলাকার প্রবেশ মূখ সি এন্ড বি মোড় হয়ে বিএফআইডিসি’র দিকে যাওয়ার সড়কটিতে এভাবে জলাবদ্ধতায় আটকা পড়েন জনসাধারণ।
নগরীর একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা এই কালুরঘাট, যেখানে ছোট বড় মিলে প্রায় একশ এর অধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
ইউনিলিভার, বার্জার পেইন্ট, দেশ গার্মেন্টেসের মতো আরো অনেক নামকরা শিল্প প্রতিষ্ঠান এই সড়কে অবস্থিত।
ব্যবসায়িক কাজে দেশি বিদেশি অনেক বায়ার প্রতিদিন এই সড়ক দিয়ে আসা যাওয়া করেন তাছাড়া শিল্পাঞ্চল হওয়ার কারণে এই সড়কের গুরুত্ব অনেক।
জলাবদ্ধতা নিরসনে অত্র এলাকার দোকানদার এবং স্থানীয়রা ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করে বলেন, বৃষ্টির পানি যাতে সহজে প্রবাহিত হতে পারে সেদিকে তদারকি করলে এ সমস্যা অনেকাংশে নিরসন করা সম্ভব।