হাই কোর্টের নির্দেশের পর দেশে আরও ২৪৪ পর্নো সাইট বন্ধ

আপডেট: February 7, 2019 |
print news

ছয় মাসের জন্য দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধে হাই কোর্টের নির্দেশের পর আরও ২৪৪টি পর্নো সাইট ব্লক করা হয়েছে। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

স্ট্যাটাসে মোস্তাফা জব্বার লিখেছেন, ‘২৪৪টি পর্নো সাইট বন্ধ করেছি। অভিযান চলছে। চলবে।’ এর আগেও বহুবার পর্নো ওয়েবসাইট ব্লক করার ব্যাপারে সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছে সরকার।

পর্নো ওয়েবসাইট ব্লক করার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় গত নভেম্বরে। ওই সময় এক রিটের শুনানি নিয়ে ছয় মাসের জন্য দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লকের নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে দেশে কয়েক দফা ব্লক করা হয়েছিল পর্নো সাইটগুলো। ২০১৬ সাল থেকে চলা এ অভিযানের প্রথম পর্যায় ৫৬০টি পর্নো ওয়েবসাইট ব্লক করা হয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

Share Now

এই বিভাগের আরও খবর