নলছিটিতে সরকারি স্পিডবোট চুরির মামলায় আটক ১

আপডেট: September 4, 2023 |
inbound7836604555051628098
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সরকারি স্পিডবোট চুরির ঘটনায় মামলা দায়ের করার পরে সুরেশ নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) নলছিটি থানায় চুরির ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলায় আটক সুরেশ পিতার নাম ধ্বনিরাম বললেও তার কোন ঠিকানা পাওয়া যায়নি।

জানা গেছে, নলছিটি উপজেলা পরিষদের ব্যবহৃত একটি স্পিডবোট পৌরসভার মল্লিকপুর এলাকার খালের ভেতর নোঙ্গর করা ছিল।

৩ সেপ্টম্বর রবিবার দুপুরের দিকে সুরেশ বোটটির নোঙর খুলে নদীর ভিতর নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। তারা বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরেশকে বোটসহ আটক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, সরকারি স্পিডবোট চুরির মামলায় সুরেশকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর