ফরিদপুরের ভাংঙ্গায় ১০ বাড়িতে ভাঙচুর-লুট, বিচার চেয়ে মানববন্ধন


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া রেল স্টেশনে এই কর্মসূচিতে অংশ নেয় ভুক্তভোগী ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় তুহিন খান, শামিম মুতুব্বর দলবল নিয়ে সোমবার দুপুরের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গ্রামে ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন এলাকার মাতুব্বর করিম খান, ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান।
এলাকার মাতুব্বর করিম খান বলেন, দীর্ঘ বছর ধরে শাহ আলম পরিবারের সদস্যরা আমার দল করে, সেই প্রেক্ষিতে ওদের উপর এ হামলা ভাংচুর লুটপাট করে তুহিন খান গংরা।
আমি মাননীয় প্রধান মন্ত্রী সহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ ঘটনার ন্যায় বিচার চাই।
মানিকদি ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হান্নান বলেন, আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে তুহিন খান গংদের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি জানাই।
হামলার শিকার শাহ আলম জানান, হামলা, ভাংচুর ও লুটপাট করে টাকা পয়সা নিয়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত করারকরার জন্য আমি নিজে বাদি হয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছি।
হামলাকারিরা আমাদের বাড়িতে থাকা শিশু ও নারীদের মারধর করে। আমরা এই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চাই।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য হান্নান মাতুব্বর, শাহ আলম, গিয়াস মাতুব্বরসহ এলাকাবাসী।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি তদন্ত প্রদীপ সরকার বলেন, ওই গ্রামে করিম মাতব্বর ও তুহিন খানের দুই পক্ষ রয়েছে। মাঝে মধ্যেই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
সোমবার দুপুরের তুহিন খানের লোকজন অপর পক্ষের ওপর হামলা চালায়, আমরা খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।
তবে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।