তিনদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট: September 21, 2023 |
inbound4633914220855387314
print news

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিনদিনের সরকারি সফরে আগামী ২৭ সেপ্টেম্বর তার নিজ জেলা পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার দ্বিতীয় সফর।

বুধবার  রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফরসূচি প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

বিকেল ৪টা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ওই দিন সেখানে বিশ্রাম ও রাত্রিযাপন করবেন।

পরের দিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজ থেকে সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিবেন।

বিকেল ৪টায় সেখানে নৌকা বাইচ প্রতিযোগিতা অবলোকন করবেন এবং বিকেল ৫টায় সেখান থেকে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সেখান থেকে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বেলা ১২টার সময় বঙ্গভবনে উপস্থিত হবেন।

রাষ্ট্রপতির তিনদিনের সফরকে কেন্দ্র করে পাবনার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর