কারো হুকুমে নয় দেশের জনগনই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে: মেনন

আপডেট: September 23, 2023 |
inbound8668338123527830078
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসা নীতি প্রয়োগ করেছে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

এই ভিসানীতি প্রয়োগকে ঝিকে মেরে বউকে দেখানোর সামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।

কিন্তু এদেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি। এদেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে।

এবার কারো হুকুম জারিতে নয়, দেশের জনগনই শান্তিপুর্ন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

শনিবার বিকেলে নাটোরের লালপুরে আখছাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেনন এমপি আরও বলেন, কমরেড আব্দুস সালাম ছিলেন আখচাষীদের প্রানের নেতা,শ্রমজীবি মানুষের নেতা।

তিনি আরও বলেন, আখচাষীদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনভাবেই হস্তক্ষেপ করতে পারবে না।

আখচাষীদের আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে।চিনিকলকে আধুনিকীকরন ও বহুমুখি করণের মাধ্যমে চিনি উৎপাদন চিনিকলও কেরু এন্ড কং এর মতো লাভজনক হবে।

লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলায় জেলা ওর্য়াকার্স পাটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি,জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ওর্য়াকার্স পার্টি লালপুর উপজেলা শাখার উদ্দোগে আয়োজিত স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল,মিজানুর রহমান মিজান,কৃষক নেতা আব্দুল করিম,মতিউর রহমান,শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, শহীদ আব্দুস সালামের ভাই আবুল কালাম আজাদ প্রমুখ। সঞ্চলনায় ছিলেন আব্দুস সামাদ।

Share Now

এই বিভাগের আরও খবর