প্রান্তিক জনগোষ্টির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলস কাজ করে চলছেন: ভাইস প্রেসিডেন্ট এফবিসিসিআই

আপডেট: September 25, 2023 |
inbound7828747698957120063
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি : দেশের প্রত্যান্ত গ্রামের প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নের নিরলস কাজ করে চলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

দেশ স্বাধীনের পর একমাত্র শেখ হাসিনাই অনেক বাধা বিপত্তিকে সামাল দিয়ে দেশকে এগিয়ে নিতে শক্ত হাতে রাষ্ট্রপরিচালনা করছেন । যা অতীতের কোন সরকার এই ভূমিকা পালন করেনি।

সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএমবি ঘাট এলাকায় নদী ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তভব্যে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ এই কথা বলেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে জীবন দেবনাথ আরো বলেন, আমরা চাই বঙ্গবন্ধুর জন্ম স্থান ফরিদপুর অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হোক ।

এ জেলার কোন মানুষ বেকার বা কর্মীহীন থাক সেটি চাই না। আগামীতে আপনারা নৌকায় ভোট দিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় শেখ হাসিনাকে আনতে পারলে সারা দেশের সাথে ফরিদপুর জেলাকে উন্নয়নে শীষে নিয়ে যাবে ।

আর এ কাজে আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারাও সেক্ষেত্রে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,কৃষক লীগের সহ সভাপতি প্রফেসর আবুল কাশেম, ১৬নং ওয়ার্ডের কাইন্সিলন বিধান কুমার সাহা, পূজা উদযাপন কমিটির নেতা শংকর সাহা, আলম শেখ প্রমুখ ।

Share Now

এই বিভাগের আরও খবর