ইবি থেকে সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ ৭ জন

আপডেট: September 26, 2023 |
inbound1798944675525442355
print news

ইবি প্রতিনিধি : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতজন শিক্ষার্থী।

রোববার (২৪ সেপ্টেম্বর) কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এই পরীক্ষায় সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও।

সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রুবাইয়া ইয়াসমিন, মারিয়া সুলতানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১০-১১ শিক্ষাবর্ষের ফারজানা ইভা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অন্তর্ভুক্ত তিনটি বিভাগ হলো আইন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ এবং আল ফিকহ ও লিগ্যাল স্টাডিজ বিভাগ।

প্রতি বছরই জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উক্ত বিভাগ গুলো থেকে শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি চেয়ারম্যান অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, কোভিড পরবর্তী বিজেএস এর রেজাল্ট তুলনামূলক ভালো হয়েছে।

আশাকরি পরবর্তীতে আমাদের আরো বেশী সংখ্যক শিক্ষার্থী উত্তির্ন হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের যথেষ্ট উৎসাহিত করি। তিনি পরামর্শ দেন যেনো শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই পড়াশোনা শুরু করে।

বিজেএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিবে সবাইকে ১০-১২ ঘন্টা করে রেগুলার পড়ার কথা বলেন প্রথম বর্ষ থেকেই।

তাহলে তারা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই ভালো করবে।

আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা বলেন, আমাদের অংশগ্রহণ যেনো দিন দিন বৃদ্ধি পায় সে চেষ্টা ই করছি।

আমাদের পরিচিতি ই ওদের মাধ্যমে। বিজেএসে আজকে ৭ জন, পরবর্তীতে আশাকরি এই সংখ্যা আরো বাড়বে। এইটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ।

আরো আনন্দের বিষয় হচ্ছে ৭ জনের মধ্যে ৫ জনই আমাদের মেয়ে। তো এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

Share Now

এই বিভাগের আরও খবর