গুরুদাসপুরে ঈদে মিলাদুন্নবী পালিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: ইসলাম ধর্মাবলম্বীদের শেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল।
আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।
ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি বিশেষ মর্যাদার দিন। অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন।
দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহানেওয়াজ আলী মোল্লা গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ মহিলা ভাইস চেয়ারম্যান রূপসানা আক্তার লিপি সহ সুধীজন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী (সাঃ)এর জীবনী নিয়ে আলোকপাত করেন