নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: ইসলাম ধর্মাবলম্বীদের শেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল।
আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।
ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি বিশেষ মর্যাদার দিন। অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন।
দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নাটোর জেলা প্রশাসন ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে নাটোরে অনিমা চৌধুরী অডিটরিয়ামে মহানবী (সঃ) জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাটোর জেলা প্রশাসক মোঃ আবু নাছের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি নাটোর সদর, এছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মোছাম্মদ রত্না আহমেদ এমপি, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান,নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,,নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরিফুল ইসলাম রমজান সহ সরকারি কর্মকর্তা কর্মচারী সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী (সাঃ)এর জীবনী কর্ম সম্পর্কে আলোকপাত করেন