নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে নাটোরে নানা আয়োজনে পালিত।
জন্মদিন উপলক্ষে নাটোর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয় পতাকা উত্তোলন কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে যথাযথভাবে পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাটোর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, সংরক্ষিত মহিলা আসনের এমপি রত্না আহমেদ নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমূখ।
এছাড়াও নাটোর ৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে নাটোরের বনপাড়া মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন। এসময় আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন