গুরুদাসপুরে পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট: October 1, 2023 |
inbound5853315152956995347
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: ”পিপিআর রোগের টিকা দিন ছাগল ও ভেড়া সুস্থ রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

রোববার উপজেলার জোয়াড়ি ভবানীপুরে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ র্নিমূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় বড়াইগ্রাম উপজেলার পৌরসভা ও ৭ ইউনিয়নে বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।

উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি প্রমূখ

গুরুদাসপুর প্রাণীসম্পদ কর্মকর্ত ডাক্তার মোঃ আলমমীর হোসেন জানান, এই রোগে আক্রান্ত ছাগল বা ভেড়ার নাক-মুখ হতে তরল নির্গত হতে থাকে ও পাতলা পায়খানা হয় যা দুর্গন্ধযুক্ত।

এছাড়াও এই রোগে আক্রান্ত প্রাণীটির মুখে ঘা হয় একারণে খাবার গ্রহণ করতে পারে না এবং তাপমাত্রা ১০৩ থেকে ১০৮ পর্যন্ত বৃদ্ধি পায়।

Share Now

এই বিভাগের আরও খবর