শরণখোলায় টংঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট: October 3, 2023 |
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার দুপুরে থানা পুলিশ উত্তর তাফালবাড়ী গ্রাম থেকে ফুল মিয়া (৬১) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।

মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়না তদন্তে লাশ বাগেরহাট মর্গে প্রেরন করা হয়েছে।

শরণখোলা থানার ইন্সপেক্টর (তদন্ত) সুব্রত কুমার সরদার বলেন,পুলিশ বৃদ্ধার লাশের খবর পেয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে ঘটনাস্থল উত্তর তাফালবাড়ী গ্রামে গিয়ে মৃত্যু ফুল মিয়া হাওলাদারের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি তদন্ত জানান, নিহত ফুল মিয়া খালে বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।

নিত্যদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে উত্তর তাফালবাড়ী খালে মাছ ধরে খাল সংলগ্ন টংঘরে ঘুমিয়ে পড়ে।

সকালে সে বাড়ীতে ফিরে না আশায় পরিবারের লোকজন টংঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে লাশ তাদের বাড়ীতে নিয়ে আসে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, টংঘরে বৃদ্ধের মৃত লাশ পাওয়ায় থানায় একটি মামলা রেকর্ড করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য উদ্ধার করা লাশ বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর