ফরিদপুরে র‍্যাবের হাতে ফেনসিডিলসহ আটক ২

আপডেট: October 5, 2023 |
inbound1939445334391381652
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকায়িত ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকা হতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানাধীন নীলমনিগঞ্জ বাজার সংলগ্ন মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে রাজিব (৩৯) এবং একই থানাধীন সাতগারি এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ পলাশ (২৫)।

এসময় তাদের কাছ থেকে ১৪৩ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ এবং ৪টি মোবাইল ফোন ও নগদ বিশ হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে দুপুরে র‍্যাব জানায়, আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর মধ্য রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাংগা থেকে একটি প্রাইভেট কারে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।

এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর দিগনগর তেঁতুল তলা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে।

গাড়ি তল্লাশির একপর্যায় উক্ত মাদক পরিবহনকারী প্রাইভেটকারটি চেক পোস্টের সামনে আসার সাথে সাথে গাড়িটিকে সিগনাল দিয়ে থামিয়ে প্রাইভেটকারের ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে।

ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তাদের গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।

পরে উক্ত প্রাইভেট কারের ভিতরের কেভিন থেকে তারা দুইটি ব্যাগের মধ্যে থেকে আনুমানিক দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা মূল্যের ১৪৩ বোতল ফেনসিডিল বের করে দেয়।

এসময় মোঃ হাবিবুর রহমান ওরফে রাজিব ও মোঃ পলাশ নামে উক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হবে বলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর