এবছর শান্তিতে নোবেল পেলেন ইরানের কারাবন্দী নার্গিস মোহাম্মাদি

আপডেট: October 6, 2023 |
inbound1947517296772378498
print news

ইরানের কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৩ বার তাকে আটক করেছে৷ বিভিন্ন অভিযোগে ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে৷ তারপরও অধিকার আদায়ের লড়াই থেকে বিচ্যুত হননি তিনি৷ এখনও জেলে বন্দি আছেন নার্গিস৷

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বিবিসি জানিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকার আন্দোলনকারী নার্গিস মোহাম্মদি।

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

সংবাদমাধ্যমটি বলছে, নার্গিস মোহাম্মদি একজন ইরানী অধিকার কর্মী এবং ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান। এই সংস্থাটি ইরানের আরেক নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠা করেছিলেন।

২০১১ সাল থেকে মোহাম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর