মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ


ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক চলছে।
আজ সোমবার সাড়ে ১২টায় বনানীর শেরাটন হোটেলে দুই পক্ষের বৈঠক শুরু হয়।
এর আগে দুপুর ১২টায় শেরাটনে এসে পৌঁছান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সোয়া ১২টায় আসে মার্কিন প্রতিনিধি দল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও প্রতিনিধি দলে আছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।