নিজের পোস্টার নিজেই সরিয়ে নিলেন কুবির সেই সমালোচিত নেতা

আপডেট: October 12, 2023 |
poster
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকে পোস্টারিং করে সমালোচিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম মূল ফটক থেকে তার সকল পোস্টার সরিয়ে নিয়েছে। তবে অন্যান্য পদপ্রত্যাশীদের পোস্টার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সরেজমিনে ঘুরে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মীসভাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পোস্টার লাগিয়ে সমালোচিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম মূল ফটক থেকে পোস্টার সরিয়ে নিলেও ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এখনো তার পোস্টার রয়েছে। এছাড়া শাখা ছাত্রলীগের আগামী কমিটিতে পদপ্রত্যাশীদের বেশিরভাগের পোস্টার এখনো বহাল তবিয়তেই আছে।

শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, ‘মূল ফটকে পোস্টারিং করার কারনে সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি ভালোভাবে নেয়নি। সেই জায়গা থেকে কর্মীসভার পরের দিন আমি নিজে দেয়াল থেকে পোস্টার সরিয়েছি। ব্যস্ততার কারণে বাকি পোস্টার-ব্যানারগুলো সরাতে পারি নাই। আগামীকালের মধ্যে আমি নিজ দায়িত্বে পোস্টার-ব্যানার গুলো সরিয়ে নিব।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম কমিটির সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহী বলেন, ‘কর্মীসভার আগে ক্যাম্পাসে যেসব ব্যানার পোস্টার লাগানো হয়েছে তা আমরা তুলে ফেলব। ব্যস্ততার কারণে ব্যানারগুলো তোলা হয় নি। আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সবসময় অব্যাহত থাকুক।’

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিগত কমিটির সহ-সভাপতি এইচ. এম. মেহেদী হাসান বলেন, ‘আমার পোস্টার-ব্যানার সরানোর জন্য দায়িত্ব দিয়ে দিয়েছি। পড়ালেখার জন্য সবাই ব্যস্ত ছিলো। কাল পরশুর মধ্যে আমার পোস্টার- ব্যানারগুলো সরিয়ে দিব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘কর্মীসভা উপলক্ষে ক্যাম্পাসে লাগানো সব পোস্টার- ব্যানার সরিয়ে ফেলা হবে। উপাচার্য স্যারের সাথে কথা বলে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

Share Now

এই বিভাগের আরও খবর