ফরিদপুরে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা ‘বিশ্বশান্তি-মুসলিম জাহানের ঐকের ডাক’

আপডেট: October 12, 2023 |
inbound2364212811793038313
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব শান্তি ও মুসলিম জাহানের ঐকের আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা।

বুধবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ফরিদপুর জেলার উদ্যোগে এ জলসার আয়োজন করা হয়ে। শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হল মাঠে এ জলছা অনুষ্টিত হয়।

ফরিদপুর কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, জামানার মহা মুজাদ্দি বিশ্বগুলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব কর্তৃক তিনার স্থলাভিষিক্ত পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের হুকুমে পবিত্র আজিমুশ্বান এ জলছার আয়োজন করা হয়েছে।

এ জলছায় ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বের উপর বক্তব্য উপস্থাপন করেন, বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আল্লামা মুফতি আবু নাসের জিহাদী,মুফতি আলাউদ্দিন জিহাদী, মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মুফতি লিয়াকত আলী আশেকী , মুফতি মাসুদুর রহমান হামিদী, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী।

অনুষ্টনের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ও ফরিদপুর জেলা কর্মী প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিশিষ্ট ওয়ামায়ে কেরামগণ।

উক্ত জলছায় সকল জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমান ভাইদের উপস্থিত থেকে দয়াল নবী রাসূলে পাক (দঃ) ও নায়েবে নবী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের খাস মোহাব্বত দেলে পয়দা করার এবং অন্তর আত্মাকে আল্লাহর নূরের তাজাল্লীতে রৌশন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক এই জলসায় বিশ্ব শান্তি কামনা ও বাংলাদেশের সমৃদ্ধি এবং অর্থনৈতিক মুক্তির কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমালের হেফাজতের জন্য মন সৃষ্টিকর্তার কাছে প্রাথনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর