সাকিব আল হাসানের বায়োপিকে শাকিব খানকে রাখতে ইচ্ছুক অপু

আপডেট: October 20, 2023 |
boishakhinews 41
print news

ক্রিকেট তারকাদের নিয়ে বায়োপিক নির্মাণ নতুন কিছু নয়। ভারতীয় উপমহাদেশের অনেক ক্রিকেট তারকার জীবন উঠে এসেছে রুপালি পর্দায়। গত কয়েক বছর ধরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণ নিয়ে চর্চা চলছে।

২০২১ সালের মার্চে সাকিব আল হাসান জানান, তার বায়োপিকের কাজ অনেকদূর এগিয়েছে। কিন্তু করোনা সংকটের কারণে আপাতত বন্ধ। তবে এরপর বিষয়টি নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ফের সামনে এসেছে বিষয়টি।

মূলত, এ আলোচনার সূত্রপাত একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠান থেকে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সঞ্চালক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, ক্রিকেটে যে অবস্থানে সাকিব আল হাসান, সেই একই অবস্থানে সিনেমায় কাকে রাখবেন? অর্থাৎ সাকিবের বায়োপিকে কাকে রাখবেন?

এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘১০০% শাকিব খান। আবার যদি বলা হয় শাকিব না, অন্য কেউ। তাহলে বলব সালমান শাহ। যার মৃত্যুর ২৫ বছর পরও আমরা তাকে ধারণ করি।’

মাশরাফি বিন মর্তুজার বায়োপিকে কাকে দেখতে চান? এ প্রশ্নের উত্তরে ওই অনুষ্ঠানে উপস্থিত অন্য এক অভিনেতা বলেন, ‘আমি মান্না ছাড়া কাউকে দেখছি না।’ তখন অপু বিশ্বাস সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ। আমি মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছি।’

 

তবে অপু মনে করেন সিনেমায় মাশরাফির জায়গায় প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ উপযুক্ত। তার ভাষায়, ‘আমি এক বাক্যে বলব, আমাদের বুলবুল আহমেদ স্যার। যেহেতু সময় উল্লেখ নেই তাই অন্য কারো নাম বলিনি।’

Share Now

এই বিভাগের আরও খবর