ঠাকুরগাঁওয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
২১ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় তিনি জেলার বিভিন্ন উপজেলার কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এসময়ে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আসাদুজ্জামান,রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল রেজাউল হক, থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, ওসি তদন্ত মহসিন আলী, মেয়র মোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নাই।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে পূজার এক মাস পূর্বেই নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে জেলার সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে আইন শৃঙ্খলা মিটিংয়ের মাধ্যমে তাদেরকে নানাবিধ দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে যে পূজা মন্ডপ গুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে সমস্ত পূজা মন্ডপের সমস্যা শুনে সেটা প্রতিকারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ডিএসবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জেলার প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামন্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মন্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ অবহিত করার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য,এ বছর ঠাকুরগাঁও জেলায় ৭ টি থানার ৪৭৫ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।