ফেনী বিএনপির সদস্য সচিব আলালসহ ৫ জনের জামিন

আপডেট: October 26, 2023 |
inbound5829143813154442955
print news

ফেনী জেলা প্রতিনিধি: ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ জেলার ৫ শীর্ষ নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফেনী কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।

বিএনপিপন্থী আইনজীবী ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন লাভ করা নেতাকর্মীরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, সদস্য মেজবাহ মিয়াজি এবং সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন সুমন।

এর আগে গত জুলাই মাসের ২৭ তারিখে ঢাকা মিডওয়ে হোটেল থেকে ফেনী বিএনপির ২৬ জন নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ।

সেখান থেকে ২ আগস্ট (বুধবার) তাদের ফেনী কারাগারে আনা হয়। পরে ৬ আগস্ট (রোববার) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসানের আদালতে তাদের হাজির করা হয়।

শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, গত ৬ আগস্ট ২৫ জন নেতাকর্মীকে আদালতে হাজির করে ১৮ জুলাই ফেনী বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছিল।

সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এ ৫ নেতা মুক্তি পেয়েছেন।

এদিকে জামিনে মুক্ত হয়ে শহরের ইসলামপুর রোডস্থ হযরত শাহ সৈয়দ আমির উদ্দিন ওরফে পাগলা মিয়া (র.) এর মাজার জিয়ারত করেন বিএনপি নেতারা।

Share Now

এই বিভাগের আরও খবর