ফেনীতে বিএসটিআইয়ের অনুমতি ছাড়াই উৎপাদন-বিক্রি, পানি কারখানা সিলগালা

আপডেট: October 26, 2023 |
inbound7859465463650716054
print news

ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) হতে অনুমোদন না নিয়ে বিশুদ্ধ পানি প্রক্রিয়াজত করায় জম জম পিউর ড্রিংকিং ওয়াটার নামে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উক্ত উপজেলার আজিজ ফাজিলপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।

ভ্রাম্যমান আদলতে প্রসিকিউটরের দায়িত্বে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার কাজী মোঃ শাহান জানান, জম জম পিউর ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানটি প্রক্রিয়াজাত বিশুদ্ধ পানির মান যাচাইয়ে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেট মার্কস) লাইসেন্স গ্রহণ না করেই কার্যক্রম পরিচালনা করছিল।

অভিযানকালে কারখানার কর্মচারী ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা উপস্থিত হয়নি।

পরে আদালতের নির্দেশে নির্দিষ্ট আইনে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে দাগনভূঞা মডেল থানা পুলিশের একটি দল অংশ নেয়। একই সূত্র জানায়, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর