বগুড়ার শিবগঞ্জে ইউএনও বরাবর নিসচার স্মারকলিপি প্রদান

আপডেট: October 26, 2023 |
inbound2159130299528860669
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ১১টি দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালন উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার উক্ত স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মাস্টার সোহাগ আহম্মেদ, সুবির কুমার দত্ত, মিজানুর রহমান, হেলান উদ্দিন, রেশমা খাতুন, মজনু মিয়া, মোহাম্মদ আলী, মাস্টার শাহজাহান আলী, মশিউর রহমান প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখিত দাবী সমূহ হলো- নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা বাস্তবায়ন,
জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি স্তম্ভকে আইনে পরিণত করা (গতি, হেলমেট, সিটবেল্ট, ড্রিং ড্রাইভিং ও শিশু আসন), শিবগঞ্জ উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান আঞ্চলিক হাইওয়ে ও স্থানীয় সড়কের পাশে অবস্থানের কারণে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং নির্মাণ, বগুড়া রংপুর মহাসড়কের মোকমতলা নামক স্থানে শিক্ষার্থী ও জনগণের রাস্তা পারাপার নিরাপদ করতে ওভারব্রিজ/আন্ডারপাস নির্মাণ, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন সিএনজি অটো রিক্সা থ্রি-হুইলার চলাচল বন্ধ করা, রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টির জন্য শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে সচেতনতামূলক সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালকদের নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা ও রাস্তায় অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা করা, ফুটপাত দখল মুক্ত করা।

Share Now

এই বিভাগের আরও খবর