জয়পুরহাটে তাক্ওয়া অতিথি ট্যুর এন্ড ট্রাভেলস এর হজ্জ পুনর্মিলনী

আপডেট: October 28, 2023 |
inbound6811740390668752465
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ দায়িত্ব আমাদের, এবাদাত আপনাদের এই প্রতিপাদ্য কে নিয়ে জয়পুরহাটে তাক্ওয়া অতিথি ট্যুর এন্ড ট্রাভেলস এর হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় উল্লাস কমিউনিটি সেন্টারে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তাক্ওয়া হজ্জ গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ মোরছালিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, তাক্ওয়া হজ্জ গ্রুপের জয়পুরহাট প্রতিনিধি ও সহকারী অধ্যাপক আব্দুল মতিন, হাজীদের মধ্যে বক্তব্য দেন তোফাজ্জল হক ও নুর নবী মন্ডল। সঞ্চালনা করেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুফাচ্ছির মুমিনুল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর